ফখর উদ্দিন ইমরান, নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় নতুন করে চেয়ারম্যান, চেয়ারম্যানের স্ত্রী, পুলিশের এসআই ও একজন শিশুসহ আরো ৪ জন কোভিড/১৯ এ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুই জন পুরুষ,একজন নারী ও একজন শিশু রয়েছে।গত ৬ জুনে পাঠানো ১১ জনের নমুনা রিপোর্টের ফলাফল বৃহস্পতিবার (১১ জুন) রাতে পাওয়া যায়। এর আগে ৪ জুন এবং ৮ জুনে পাঠানো মোট ৫১ টি নমুনার মধ্যে একজন ভাইস চেয়ারম্যানের দেহে করোনা সনাক্ত হয়েছিল এবং ৫০ জনের রিপোর্ট নেগেটিভ এসেছিল। নতুন করে আক্রান্তরা হলেন, বাজিতপুর উপজেলার গাজীরচর ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রী, আশুগঞ্জ থানার একজন পুলিশের এসআই এবং ভাগলপুর সিরাজ মাষ্টারের বাড়ির ৮ বছর বয়সের একজন শিশু।
এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। আক্রান্ত ৫০ জনের মধ্যে ১ জন মৃত ব্যক্তি রয়েছেন। এদিকে উপজেলার স্বাস্থ্য কর্মী সহ মোট ২০ জন করোনা রোগী সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছেন। করোনা সনাক্ত রোগীরা তাদের নিজ বাড়ি অথবা বিভিন্ন হাসপাতালে আইশোলেশনে রয়েছেন। বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক( আরএমও) ও রোগ নিয়ন্ত্রন(এমওডিসি) কর্মকর্তা ডাঃ তাহলিল হোসেন শাওন শুক্রবার ঘটনাপ্রবাহকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, উপজেলায় নতুন করে আক্রান্ত চেয়ারম্যানের পরিবারের অন্যান্য সদস্যের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হবে।