নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে এক পরিবারের ৯ জনসহ ২৭ জন করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন। গত কয়েক দিনের ব্যবধানে বাজিতপুরে করোনা মুক্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে ১২৫ জনে দাঁড়িয়েছে। গত শনিবার রাতে বাজিতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক ( আরএমও) ও রোগ নিয়ন্ত্রণ ( এমওডিসি) কর্মকর্তা ডাঃ তাহলিল হোসেন শাওন ঘটনাপ্রবাহকে নিশ্চিত করেছেন।
নতুন করোনা মুক্তরা হলেন, বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজার এলাকার একই পরিবারের আঃ রশিদ(৬৭), সাব্বির হোসেন(২৫), কামরুন্নাহার (৫০), কাওছার আহমেদ (৩৭), সোমা আক্তার (৩৪), সিরাজুম মনিরা (৩০), তাহিয়া তাবাসসুম(২০) , সিদরাতুল মুনতাহা (০৫) ও আবরার ফয়েজ (২.৫), উপজেলার চন্দ্রগ্রামের সাজ্জাদ হোসেন (২৭), সরারচর অাশা সমিতির কর্মকর্তা মাহবুবুর রহমান (৩৮), পৌরসভার মথুরাপুর মহল্লার নিখিল সাহা(৫৪), নোবেল সাহা( ২৭), শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতালে ভর্তি অবস্থায় ৩ জন এবং বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকসহ ১০ জন করোনা মুক্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় সর্বমোট সুস্থ হলেন ১২৫ জন।
এদিকে গত ৯ জুলাই পাঠানো স্যাম্পলের পূর্নাঙ্গ রিপোর্টের ফলাফলে নতুন করে আরো ১ জন নার্সসহ ২ জন কোভিড/১৯ এ আক্রান্ত হওয়ায় উপজেলায় সর্বমোট আক্রান্ত হলেন ১৪৮ জন। এদের মধ্যে ২ জন মৃত ব্যক্তি রয়েছে।
ডাঃ তাহলিল হোসেন শাওন বলেন, করোনা থেকে মুক্ত রোগীদের ২য় নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় এবং পর পর ৩ দিন তাদের শরীরে কোন করোনা উপসর্গ না থাকায় তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে।
বাজিতপুরে করোনা মুক্তের সংখ্যা ১০০ ছাড়াল
প্রকাশ : Jul 12, 2020 | Comments Off on বাজিতপুরে করোনা মুক্তের সংখ্যা ১০০ ছাড়াল
