ফখর উদ্দিন ইমরান, নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুরে করোনা উপসর্গ নিয়ে শেখর লাল সাহা (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সরারচর ইউনিয়নের সরারচর গ্রামে আজ (১২ জুন) বিকেলে।
জানা যায়, সরারচর ইউনিয়নের শেখর লাল সাহা নামে এক ব্যক্তি কয়েক দিন যাবৎ জ্বর,সর্দি, কাশি ও শ্বাস জনিত রোগে ভোগছিলেন।তার পরিবারের সন্দেহ হওয়ায় গত ১০ জুন তারিখে বাজিতপুর হাসপাতালে খবর দেয়। সেখান থেকে স্বাস্থ্যকর্মীরা এসে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে কিশোরগঞ্জ পাঠানো হয়।
কিন্তু রিপোর্ট না আসার আগেই ওই ব্যক্তি আজ বিকেলে তার নিজ বাড়িতে মৃত্যু হয়। বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক( আরএমও) ও রোগ নিয়ন্ত্রন(এমওডিসি) কর্মকর্তা ডাঃ তাহলিল হোসেন শাওন শুক্রবার সন্ধায় ঘটনা প্রবাহকে নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান,মারা যাওয়া ব্যক্তির করোনা উপসর্গ দেখা দিলে মৃত ব্যক্তিসহ পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। তবে মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা রিপোর্ট আসার পর জানা যাবে।