logo

বাজিতপুরে করোনায় মারা গেলেন ৯০ বছরের বৃদ্ধ


ফখর উদ্দিন ইমরান, নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুরে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন হযরত আলী নামে ৯০ বছরের এক বৃদ্ধ। তিনি বাজিতপুরের ভাগলপুরে চশমা ব্যবসায়ী কলেজ অপটিকের সত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম ও রুহুল আমিনের বাবা। তার স্থায়ী বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর গ্রামে।
বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনায় মৃত হযরত আলী(৯০) অনেক দিন ধরে বাজিতপুরের ভাগলপুর এলাকার নিজ বাসায় বসবাস করছেন। কিছু দিন আগে গত ২৮ জুনে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দিয়ে গত ২৯ জুনে করোনা পজেটিভ শনাক্ত হন। করোনা পজেটিভ হওয়ার পর থেকে তার নিজ বাসায় আইশোলেশনে চলে যান। শেষ পর্যন্ত তিনি আইশোলেশনে থাকা অবস্থায় গত সোমবার তার মৃত্যু হয়। এ নিয়ে বাজিতপুর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে দুই জন মৃত্যুবরণ করলেন।
বাজিতপুরের ভাগলপুর এলাকার বাসিন্দা সাগর রেজা চৌধূরী বলেন, আমার চাচা খুবই ভাল লোক ছিলেন। তিনি মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতেন। মাঝে মাঝে তিনি তাবলীগ জামাতেও অংশগ্রহণ করতেন।
বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক(আরএমও) ও রোগ নিয়ন্ত্রণ ( এমওডিস) কর্মকর্তা ডাঃ তাহলিল হোসেন শাওন মঙ্গলবার দুপুরে ঘটনাপ্রবাহকে বলেন, করোনায় মারা যাওয়া ব্যক্তি করোনা উপসর্গ ছাড়াও অন্যান্য জটিল রোগে ভোগছিলেন।
এদিকে বাজিতপুর উপজেলা পরিষদের যুব উন্নয়ন বিভাগে কর্মরত মোঃ জহিরুল হক (৫০) ও সরারচর ইউনিয়নের কাঞ্চন বালা সাহা (৫৫)সহ নতুন করে ১২ জন করোনা মুক্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় সর্বমোট করোনা মুক্ত হলেন ৯১ জন।
উল্লেখ্য, আজ(৭ জুলাই) পর্যন্ত বাজিতপুর উপজেলায় সর্বমোট ১৩৫ জন কোভিড / ১৯ এ আক্রান্ত হয়েছেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে