বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জ: পূর্ব শত্রুতার জের ধরে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ইশাদ আলী (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বাজিতপুর উপজেলার জ্ঞাণপুর সড়কে এ ঘটনা ঘটে।
ইশাদ আলী নিকলী উপজেলার আঠারবাড়িয়া গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ইশাদ আলীর সঙ্গে একই এলাকার কিছু লোকের পূর্ববিরোধ ছিল। শনিবার (১৮ এপ্রিল) কেনাকাটা করার জন্য ইশাদ আলী পার্শ্ববর্তী বাজিতপুরের সরারচর বাজারে যান। দুপুরে বাজার করে ফেরার পথে জ্ঞানপুর সড়কে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
বাজিতপুরের ভাগলপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ওসি, তদন্ত) সাহাব উদ্দিন জানান, আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাজিতপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা।। ঘটনাপ্রবাহ
প্রকাশ : Apr 18, 2020 | Comments Off on বাজিতপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা।। ঘটনাপ্রবাহ
