ফখর উদ্দিন ইমরান, নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় সর্বশেষ নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে ৮ জনসহ একই পরিবারের ৯ জন করোনা শনাক্ত হয়েছেন।এদের মধ্যে পূর্বে আক্রান্ত ব্যক্তির বাবা, ভাই ও স্ত্রীসহ ৩ জন পুরুষ এবং ৫ জন মহিলা রয়েছেন। গত(১৬ মে) পাঠানো ১৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট বুধবার (২০ মে) দুপুরে পাওয়া যায়।১৮ জনের মধ্যে ৮জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ১৮ জন। এদের মধ্যে বাজিতপুর পৌর সভার চারবাড়িয়া মহল্লার আল আমিন (৬০) নামের এক জন মৃত ব্যক্তি রয়েছেন। এর আগে পরিবারটির গৃহকর্তার কোভিড-১৯ পজেটিভ এসেছিল। ফলে পরিবারটির ৯ সদস্য এখন করোনা পজেটিভ। বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জালাল উদ্দিন আহম্মেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বাজিতপুর উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের মিয়া বাড়ির এই পরিবারটির গৃহকর্তা ঢাকা থেকে করোনা উপসর্গ নিয়ে বাড়িতে ফিরেন। তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস কোভিড-১৯ পজেটিভ এসেছিল। তা ছাড়া বাজিতপুরে আক্রান্ত ১৭ জনের মধ্যে ৬ জন স্বাস্থ্য কর্মী সুস্থ হয়েছেন। বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বীপ্তিময়ী জামান বলেন, একই পরিবারে ৯ জন করোনা সনাক্ত হওয়ায় আক্রান্তদের বাড়িসহ কয়েকটি বাড়িকে লক ডাউন ঘোষণা করা হয়েছে।