নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী।গত কয়েক দিনে উপজেলায় কোভিড/১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। উপজেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১১৯ জন। গত ২৪ ঘন্টায় উপজেলায় নতুন করে একই পরিবারের ৯ জনসহ মোট ২৩ জন কোভিড/১৯ এ আক্রান্ত হয়েছেন । এদের একই পরিবারের ৯ জনের মধ্যে আড়াই বছর এবং ৫ বছর বয়সের ২ জন শিশু, ১ জন যুবক, ৩ জন তরুণী এবং ২ জন পুরুষ রয়েছেন। গত সোমবার (২৯ জুন) রাত দেড়টার দিকে বাজিতপুর স্বাস্থ্যকমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক ( আরএমও) ও রোগ নিয়ন্ত্রণ ( এমওডিসি) কর্মকর্তা ডাঃ তাহলিল হোসেন শাওন ঘটনাপ্রবাহকে নিশ্চিত করেছেন। গত ২৩ জুনে ( আংশিক) এবং ২৭ জুনে পাঠানো পূর্ণাঙ্গ রিপোর্টের নমুনা পরীক্ষার ফলাফলে ২৩ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তরা হলেন, বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের পিরিজপুর বাজার এলাকায় একই পরিবারের ৯ জন, সরারচর শাখার আশা সমিতির ঋণ কর্মকর্তা ১ জন, পূর্ব এবং মধ্য ভাগলপুর গ্রামের ২ জন, সরারচর এলাকার ১ জন, চন্দ্রগ্রামের ১ জন যুবক, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ৬ জন এবং নরসিংদী জেলার (ভাগলপুর মেডিকেলে স্যাম্পল দিয়ে) ৩ জন। এ নিয়ে উপজেলায় সর্বমোট আক্রান্ত হলেন ১১৯ জন। আক্রান্ত ১১৯ জনের মধ্যে ১ জন মৃত্যুবরণ করেছেন।এ দিকে উপজেলায় নতুন করে লক্ষী রাণী পাল(৫৮),সুমনা পাল(৩৫),হারুন মিয়া(৫৫), নাসরিন আক্তার শিউলি(৩৮), কাজল সাহা, অনিতা রানী(৪১),অভিজিৎ সূত্রধর(০৮),আলয় চন্দ্র পাল(৫৩), আব্দুল হাকিম মিয়া(২০), আব্দুল বাছির উদ্দিন৫০),মোবরক হোসেন (৫৯), গোলাপ মিয়া(৭০) সহ সর্বমোট ৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ডাঃ তাহলিল হোসেন শাওন বলেন, বাজিতপুরে আক্রান্তের সংখ্যা যেমন হু হু করে বাড়ছে ঠিক তেমনিভাবে সুস্থ ব্যক্তির সংখ্যাও আনুপাতিক হারে বাড়ছে। আজ(৩০ জুন) পর্যন্ত বাজিতপুর উপজেলা হাসপাতাল থেকে মোট ৬৪ জনকে করোনা মুক্তের ছাড়পত্র দেয়া হয়েছে।