ঘটনাপ্রবাহ ডেস্কঃ
বাংলাদেশিদের চিকিৎসা দিতে মালদ্বীপের পথে সশস্ত্র বাহিনীর মেডিকেল টিম
করোনা পরিস্থিতিতে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ১০ সদস্যের একটি সশস্ত্র বাহিনীর মেডিকেল টিম আজ দেশটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এসময় বাংলাদেশে আটকে পড়া মালদ্বীপের ৭১ জন নাগরিকেও সাথে নেয়া হয়েছে।
মিশন সম্পন্ন করার দিক নির্দেশনা দেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। বাংলাদেশ বিমান বাহিনীর ১৫ সদস্যের এয়ার ক্রু এর সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে ছিলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এনামুল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত।
বাংলাদেশিদের চিকিৎসা দিতে মালদ্বীপের পথে সশস্ত্র বাহিনীর মেডিকেল টিম
প্রকাশ : Apr 21, 2020 | Comments Off on বাংলাদেশিদের চিকিৎসা দিতে মালদ্বীপের পথে সশস্ত্র বাহিনীর মেডিকেল টিম
