ডেমরা সংবাদদাতা : ডেমরায় ২শ’ পিস ইয়াবাসহ মো. জাহিদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানার এসএসআই এমদাদুল। মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার বামৈল বাজার এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জাহিদ ডেমরার নড়াইবাগ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। এ বিষয়ে মঙ্গলবার বিকালে ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটক জাহিদ দির্ঘদিন ধরে ডেমরার বিভিন্ন এলাকায় ইয়াবা, ফেনসিডিল, মদ, বিয়ার, গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক সরবরাহ ও বিক্রি করে আসছে বলেও জানিয়েছে পুলিশ।
বামৈল বাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ : Apr 13, 2016 | Comments Off on বামৈল বাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক