কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান এই অঙ্গিকারকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সরকারী কর্মকর্তা ও কামচারীদের অংশ গ্রহনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে দশ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছার সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মইনর রহমান মনিরের সঞ্চালনায়
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. নাজমুস সালেহিন, উপজেলা কৃষি অফিসার মুখসেদুল হক, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. ওসমান গণি, উপজেলা পরিবার পরিকল্পনা সাইদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, ওসি তদন্ত মো. শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক আবুল কাসেম শিশির, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা সরকারী কর্মচারী কল্যাণ সংঙ্গের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মো. নাজিম উদ্দিন প্রমুখ।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কটিয়াদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশে অনুষ্ঠিত
প্রকাশ : Dec 12, 2020 | Comments Off on বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কটিয়াদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশে অনুষ্ঠিত
