logo

পাকুন্দিয়া উপজেলায় রিভারবাংলা নদীসভা’র কমিটি গঠিত

মো. রফিকুল ইসলাম, পাকুন্দিয়া থেকে

‘নদী বাঁচলে জীবন বাঁচবে, নদী বাঁচলে দেশ বাঁচবে, বাঁচবে ধরণী’ এই মূলমন্ত্রকে ধারণ করে নদী বিষয়ক পত্রিকা ‘রিভারবাংলা’ এর সহযোগী সংগঠন ‘রিভারবাংলা নদীসভা’র পাকুন্দিয়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সাংবাদিক মো. মুঞ্জুরুল হক মুঞ্জুকে আহ্বায়ক, ডা. মো. সোহরাব উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক এবং কবি ও ছড়াকার গোলাপ আমিনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

দুই বছর মেয়াদী এই আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, শফিকুল ইসলাম খান গোলাপ, হাজী মো. মাহবুব, সাংবাদিক মো. এমদাদুর রহমান, সাংবাদিক শামীমা বেগম বিউটি, ব্যবসায়ী মো. ইমাম হোসেন মোড়ল, প্রভাষক মো. শরীফুল ইসলাম, কবি আল আজাদ, কবি আফসার আশরাফী, মুহাম্মদ রবিন সরকার, উন্নয়নকর্মী ওয়াজেদ নবী, সংস্কৃতিকর্মী সুলতান আফজাল আইয়ূবী, সাংবাদিক আলমগীর, মাহবুব উল্লাহ তাকি ও নজরুল ইসলাম শেখ।

কমিটি গঠন উপলক্ষে শুক্রবার  পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিভারবাংলার কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী ও কথাসাহিত্যিক ফয়সাল আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির অন্যতম সদস্য উন্নয়নকর্মী মো. রুহুল আমীন ও উন্নয়নকর্মী জিয়াউল হক বাতেন।

রিভারবাংলা নদীসভার সদস্যদের প্রাথমিক পরিচয় হবে তাঁরা প্রত্যেকে একজন ‘নদীকর্মী’। এই কমিটি সংশ্লিষ্ট এলাকার নদ-নদীর অধিকার বাস্তবায়ন, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকল্পে কাজ করবে।

এর মধ্যে নদ-নদী কেন্দ্রিক  দিবস পালন, নদ-নদী দখল প্রতিরোধে ভূমিকা পালন, নদী সুরক্ষায় সাধারণ মানুষকে সচেতন করা ছাড়াও পদযাত্রা, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করবে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে