মো. রফিকুল ইসলাম, পাকুন্দিয়া প্রতিনিধি।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গত ২৪ দিন ধরে মো.বিল্লাল নামের ২৪বছর বয়সী এক যুবক নিখোঁজ রয়েছে। তিনি উপজেলার চরফরাদী ইউনিয়নের চরআলগী গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে। মানসিকভাবে তিনি অসুস্থ। এ ঘটনায় তাঁর মা মোছা.কুলসুম আক্তার পাকুন্দিয়া থানায় গত ৫জুলাই একটি সাধারণ ডায়েরী করেছেন। সাধারণ ডায়েরি নম্বর-১৭৫।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত ১৭জুন দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি বিল্লাল। বিভিন্ন জায়গাসহ আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজখবর নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছেনা। তাঁর সঙ্গে থাকা মুঠোফোনে কল দিয়েও বন্ধ পাওয়া যাচ্ছে।
বিল্লাল মানসিকভাবে অসুস্থ। এলোমেলো চলাফেরা করে থাকে। তাঁর উচ্চতা আনুমানিক ৫ফুট ৪ইঞ্চি। স্বাস্থ্য মাঝারি, গায়ের রং-শ্যামলা, বাড়ি থেকে বের হওয়ার সময় তার পড়নে সাদা চেক লুঙি ও নেভী কালারের ফুল হাতা গেঞ্জি পরিহিত ছিল। সে কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে।
ছেলেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে পাগলপ্রায় তার মা কুলসুম আক্তার। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকেন তবে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
০১৬৮১৪৬৯৫২৩, ০১৭১৪৭৯৮৮২০।