নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহ্য পাকুন্দিয়ার আয়োজনে ও ডেলটা ফার্মা লিঃ এর ব্যবস্থাপনায় সাধারণজ্ঞান প্রতিযোগিতায় কলেজ রাউন্ডে প্রথম স্থান অধিকার করে হাজী জাফর আলী কলেজ, ২য় স্থান- পাকুন্দিয়া কলেজ, ৩য় স্থান- পাকুন্দিযা মহিলা ডিগ্রি কলেজ। বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ম.মাহফুজুর রহমান এর গ্রন্থনা ও উপস্থাপনায় ও ঐতিহ্য পাকুন্দিয়া’র সভাপতি অরুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া-কটিয়াদী আসনের এমপি অ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল-মামুন, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দীন, হাজী জাফর আলী কলেজের অধ্যক্ষ নারায়ন নাথ, চরআদর্শ কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীন সহ বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি। উপজেলার ৮টি কলেজের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন রাউন্ডে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
পাকুন্দিয়ায় সাধারণজ্ঞান প্রতিযোগিতায় হাজী জাফর আলী কলেজ প্রথম
প্রকাশ : Sep 10, 2016 | Comments Off on পাকুন্দিয়ায় সাধারণজ্ঞান প্রতিযোগিতায় হাজী জাফর আলী কলেজ প্রথম
