মো. রফিকুল ইসলামঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কর্মরত সাংবাদিক ও পাকুন্দিয়া থানায় কর্মরত পুলিশদের মাঝে পার্সোনাল প্রটেকটিভ ইকুপমেন্ট (পিপিই) বিতরণ করেছেন দ্বীন মোহাম্মদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আসিফ মোহাম্মদ নূর।
সোমবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে পাকুন্দিয়া প্রেসক্লাবে কর্মরত সাযবাদিকদের জন্য ১০টি পিপিই সাধারণ সম্পাদক আছাদুজ্জামান খন্দকারের হাতে তুলে দেন তাঁর ভাগিনা জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক এসএম মুহিবুল্লাহ পিয়াস। এসময় প্রেসক্লাবে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার আসিফ মোহাম্মদ নূর ঢাকা থেকে মুঠোফোনে জানান, করোনা পরিস্থিতিতে সুরক্ষা সামগ্রী ছাড়াই স্থানীয় সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ উপলব্ধি থেকে পেশাগত দায়িত্ব পালনে যেসব সাংবাদিকরা মাঠে কাজ করছেন তাদের জন্য পিপিই বিতরণের উদ্যোগ নেন। এছাড়াও যে কোন পরিস্থিতিতে স্থানীয় সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
একই দিনে ইঞ্জিনিয়ার আসিফ মোহাম্মদ নূরের পক্ষে পাকুন্দিয়া থানা পুলিশকে ২০টি ও পাকুন্দিয়া রিপোটার্স ক্লাবকে ৫টি পিপিই বিতরণ করা হয়।
পাকুন্দিয়ায় সাংবাদিকদের পিপিই দিলেন আসিফ নূর
প্রকাশ : Apr 21, 2020 | Comments Off on পাকুন্দিয়ায় সাংবাদিকদের পিপিই দিলেন আসিফ নূর
