গোলাপ আমিন, পাকুন্দিয়া( কিশোরগঞ্জ) থেকে
কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরী সুস্বাস্থ্যের অধিকারকে নিশ্চিত করি’ এ স্লোগানকে ধারণ করে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় শনিবার (১১ জুলাই) পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটি পালন উপলক্ষে পাকুন্দিয়া উপজেলা হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হারুন অর রশিদ জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান হামদু, পিএসটিসি-নতুন দিনের ডিস্ট্রিক্ট টিম লিডার মো. ইউসুফ আলী প্রমুখ। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে উপজেলার মাঠপর্যায়ে কাজের স্বীকৃতি হিসেবে পাটুয়াভাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. কমল দে, এগারসিন্দুর ইউপি পরিবার পরিকল্পনা পরিদর্শক ফারুক হোসাইন, পাটুয়াভাঙ্গা ইউপি পরিবার কল্যাণ সহকারী মেহেরুন্নেছা, এগারসিন্দুর ইউপি পরিবার কল্যাণ পরিদর্শিকা নমিতা রানী সাহা, পিএসটিসি-নতুন দিনের ফিল্ড সুপারভাইজার আইরিন আক্তার, সূর্যের হাসি নেটওয়ার্ক ম্যানেজার ইলিয়াস জাবেদ, শ্রেষ্ঠ (এনজিও) পিএসটিসির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) মো. সালাহ উদ্দিন।
উল্লেখ্য, ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল জনসংখ্যা ইস্যুতে গুরুত্ব প্রদান ও জরুরি মনোযোগ আকর্ষণের লক্ষ্যে বিশ্বব্যাপী ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়। এরপর থেকে প্রতিবছর দিবসটি পালিত হচ্ছে।