নিজস্ব প্রতিনিধিঃ পাটজাত মোড়ক ব্যতীত পণ্য বিক্রয়, বিতরণ ও সরবরাহের দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত । শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মোঃ আক্তার জামীল। জানা গেছে, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারের দুটি ব্যবসায়ি প্রতিষ্ঠান হাবু স্টোর ও মোজ্জামেল স্টোরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় । প্রতিষ্ঠান দুটিতে পাটজাত মোড়ক ব্যতীত পণ্য পাওয়া যায় । পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মোঃ আক্তার জামীল হাবু স্টোরকে দশ হাজার টাকা এবং মোজ্জামেল স্টোরকে পাঁচ হাজার টাকা মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। উল্লেখ্য, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা ২০১৩ এর তফসিলে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি এই ছয় প্রকার দ্রব্য বিক্রয়, বিতরণ ও সরবরাহের ক্ষেত্রে পাটজাত মোড়ক দ্বারা মোড়কজাতকরণ বাধ্যতামূলক করা হয়েছে।
পাকুন্দিয়ায় পাটের মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : Jul 30, 2016 | Comments Off on পাকুন্দিয়ায় পাটের মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
