logo

পাকুন্দিয়ায় করোনা সন্দেহে ৩ জনের নমুনা সংগ্রহ

মো. রফিকুল ইসলাম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় তিনজনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

আজ মঙলবার দুপুরে তাদের নমুনা সংগ্রহ করে জনস্বাস্থ্য ইন্সটিটিউট (আইপিএইচ) কার্যালয়ে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ওই তিনজনসহ তাদের পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলাফল আসলেই বুঝা যাবে ওই তিনজন করোনা আক্রান্ত কি-না।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.জমির মো.হাসিবুস ছাত্তার জানান, ওই তিনজন জ্বর, সর্দি, কাশিসহ শ্বাসকষ্টে আক্রান্ত থাকায় তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা মহাখালীর জনস্বাস্থ্য ইন্সটিটিউটে পাঠানো হয়েছে। নমুনার প্রতিবেদন আসতে ৪-৫দিন সময় লাগবে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে