মোঃ রফিকুল ইসলাম, পাকুন্দিয়া থেকে
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পাটুয়াভাঙ্গা ইউনিয়নে উত্তর রুপসা জামে মসজিদে ক্রিয়েটিভ ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার মাগরিব বাদ ক্রিয়েটিভ ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহসভাপতি ও আলহাজ্ব এম এ মান্নান মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (আইসিটি) মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ক্রিয়েটিভ ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও ভোগপাড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (আইসিটি) মোঃ মাসুম পাঠান ও মো রাকিবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার সহকারী মাওলানা আ ন ম আবদুল্লাহ মুনতাজ, চরমান্দালীয়া উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা মাহমুদুল হাসান, বানিয়াগ্রাম রইসুল উলুম দাখিল মাদ্রাসার ইবতেদায়ী প্রধান মাওলানা হযরত আলী, আদর্শ সমাজ গঠনের সভাপতি মোঃ মিনহাজ উদ্দিন প্রমূখ।
এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ ও ক্রিয়েটিভ ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সকল সদস্য উপস্থিত ছিলেন।
সীরাত মাহফিলে বক্তৃারা বলেন, রাসূল (সাঃ) এর আর্দশই আমাদের জীবনের মূল আর্দশ।
পাকুন্দিয়াতে সীরাত মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : Nov 04, 2020 | Comments Off on পাকুন্দিয়াতে সীরাত মাহফিল অনুষ্ঠিত
