logo

পাকুন্দিয়াতে মাসুমের সেনাপতি দাম ১০ লাখ টাকা


মো. রফিকুল ইসলাম পাকুন্দিয়া থেকে
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়া ভাঙ্গা ইউনিয়নের রূপসা গ্রামের আব্দুল্লাহ আল মাসুমের শখের বসে দেশি জাতের একটি ষাড় লালন-পালন শুরু করেন। তিন বছর আগে নিজের খামারেই ষাড়টির জন্ম। প্রাকৃতিক খাবার খাইয়ে পরম যত্নে বড় করেন ষাড়টি।

গাঢ় সাদা (এ্যাশ) রঙের ষাড়টির দৈর্ঘ্য ১০ ফুট উচ্চতায় ৫ ফুট, ওজন প্রায় ৬০০ কেজি বা ১৫ মণ। গাঢ় সাদা (এ্যাশ) রঙের বলেই মাসুম ষাড়টির নাম রেখেছেন সেনাপতি ।

আকর্ষণীয় এই ষাড়টি দেখতে প্রতিনিয়ত ভীড় করছেন দুর-দুরান্ত থেকে আগত লোকজন।

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সেনাপতির দাম হাঁকাচ্ছেন ১০ লাখ টাকা। ইতোমধ্যে পাইকাররা এসে দামাদামি করছে।



আব্দুল্লাহ আল মাসুম বলেন, প্রায় ৩ বছর আগে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহায়তায় নিজ খামারের গাভীর থেকে জন্ম নেওয়া সাদা সেনাপতির জন্য বানানো হয়েছে আলাদা শেড। রাখা হয়েছে ২৪ ঘন্টা ইলেকট্রিক ফ্যানের ব্যবস্থা।

খাবারের জন্য আলাদা যত্ন করতে হয় । প্রতিদিনের খাবারের তালিকায় রাখা হয়েছে খৈল, গম, ভুট্টা, ছোলা, সবুজ ঘাস ও ফল। সেনাপতির আকার-আকৃতিতে ও দেখতে অনেক সুন্দর।

তিনি আরো বলেন, অনেক যত্ন করে আমি আমার সেনাপতিকে তিন বছর ধরে লালন-পালন করছি। আমার ইচ্ছা বাড়ি থেকেই বিক্রি করবো। যেহেতু করোনা মহামারি চারদিকে ছড়িয়ে পড়ছে তাই কোরবানির হাটে গিয়ে বিক্রির তেমন কোনো ইচ্ছা নেই। ন্যায্য মূল্যে পেলে বাড়িতেই বিক্রি করে দিবো।
কেউ যদি গরুর মালিকের সাথে যোগাযোগ করতে চান ০১৬১০-৩২১০০৫, ০১৭৮৮-৪৫২৭৩০

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে