মাসুম পাঠানঃ
পুলিশের সাবেক আইজিপি, সচিব ও রাষ্ট্রদূত নূর মোহাম্মদ এমপি তাঁর কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) নির্বাচনী এলাকার অভাবগ্রস্ত লোকজনের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
শুক্রবার বিকালের দিকে কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মানিকখালী গ্রামের নিজ বাড়ি থেকে তিনি এসব খাদ্য সামগ্রী প্রেরণ কাজের তদারকি করেন।
তার বাড়ি থেকে প্রায় এক ডজন পিক-আপ ভ্যানে এসব খাদ্য সামগ্রী বিভিন্ন এলাকায় পাঠানো হয়। এসব প্যাকেটে চাল-ডাল, তেল-সাবান,পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে।