স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে সাংসদ সদস্য, সাবেক পুলিশের আইজিপি, রাষ্টদূত ও সচিব নূর মোহাম্মদ এমপি’র ব্যক্তিগত সচিব (পি.এস) নির্বাচিত হয়েছেন মামুনুর রহমান।
শুক্রবার নূর মোহাম্মদ সাক্ষরিত এই অনুমোদন দেয়া হয়।
মামুনুর রহমান আওয়ামী পরিবারের সন্তান। তার বাবা আওয়ামীলীগ এবং বড় ভাই দীর্ঘদিন চান্দপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মামুনুর রহমান ছাত্রজীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। মামুন চাতল বাগহাটা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং গুরুদয়াল সরকারী কলেজ থেকে এইচ এস সি এবং তিতুমীর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অর্থনীতিতে অনার্স-মাষ্টার্স সম্পন্ন করেন। তিতুমীরে পড়ার সময় ২০০৬-৭ সালে তিতুমীর কলেজ শাখার ছাত্রলীগের সহ-সম্পাদক নির্বাচিত হন।
পরবর্তীতে তিনি সাংবাদিকতা কর্মজীবন শুরু করেন। তিনি রেডিও টুডে, রেডিও লাভবাংলা, মানবজমিন, আমারদিন সহ বেশ কয়েকটি পত্রিকায় কাজ করেন। ২০১৭ সালে নূর মোহাম্মদ রাজনীতির মাঠে নামলে আবারও রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন।