logo

নিজের বিশ্বরেকর্ড ভেঙে লেডেকির ত্রিমুকুট জয়

ঘটনা প্রবাহ ডেস্ক:

৮০০ মিটার ফ্রিস্টাইলে তার স্বর্ণপদক জেতা অনুমিতই ছিল। নিজের বিশ্বরেকর্ড নিজেই ভাঙবেন কিনা সেটাই ছিল দেখার বিষয়। সেটাও অনায়াসে করেছেন যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি। সঙ্গে পেয়ে গেছেন বিরল অলিম্পিক সুইমিং ট্রেবল। শুরু থেকে শেষ পর্যন্ত শুধু প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান বাড়িয়েই গেছেন। সাঁতার শেষ করেছেন আট মিনিট ৪.৭৯ সেকেন্ডে। গত জানুয়ারিতে টেক্সাসের অস্টিনে আট মিনিট ৬.৬৮ সেকেন্ডে আগের রেকর্ড গড়েছিলেন ১৯ বছর বয়সী লেডেকি।

রিও গেমসের সপ্তম দিনে অন্যরা শুধু রুপারপদক লক্ষ্য করেই সাঁতরেছেন। সেই লক্ষ্যে সফল যুক্তরাজ্যের জ্যাজ ক্যারলিন; সময় নিয়েছেন আট মিনিট ১৬.১৭ সেকেন্ড। হাঙ্গেরির বোগলার্কা কাপাস পেয়েছেন ব্রোঞ্জ। ২০১২ লন্ডন অলিম্পিকে লেডেকি ৮০০ মিটারে স্বর্ণ জিতেছিলেন ১৫ বছর বয়সে। এবার রিওতে ২০০ ও ৪০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জেতার পর ট্রেবল জিততে তার এই প্রিয় ইভেন্টই বাকি ছিল। রিওতে লেডেকির জেতা চারটি সোনার আরেকটি এসেছে ৪ূ২০০ মিটার ফ্রিস্টাইল রিলে থেকে। সঙ্গে আছে ৪ূ১০০ মিটার ফ্রিস্টাইল রিলে থেকে আসা রুপা।

এর আগে এক আসরে মেয়েদের ফ্রিস্টাইলের এই তিন ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন যুক্তরাষ্ট্রেরই ডেবি মায়ার; ১৯৬৮ মেক্সিকো সিটি অলিম্পিকে। এই ‘ট্রেবল’ জয় শুরু থেকেই মাথায় ছিল লেডেকির। ‘আমি গত সপ্তাহে আমার সব লক্ষ্য পূরণ করেছিলাম। এটা এই অলিম্পিকে আমার শেষ সাঁতার। আমার আবার চার বছর অপেক্ষা করতে হবে এ মুহূর্তের জন্য। আমি তাই উপভোগ করতে চেয়েছি। আমার সেরা সাঁতারটা কাটতে চেয়েছি,’ তার কথা। ওয়েবসাইট।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে