ঘটনা প্রবাহ ডেস্ক : বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া বাংলাদেশি জেলেদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনী। বাহিনীর পাঁচটি জাহাজ ও একটি টহল বিমান উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। গতকাল শুক্রবার ৩১ জন জেলেকে উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ। তাদের বালাদেশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আজ শনিবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৌসুমি নিম্নচাপের কারণে গত বুধবার বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া বাংলাদেশি জেলেদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনীর মোট পাঁচটি জাহাজ ও ১টি টহল বিমান। বানৌজা ‘অনুসন্ধান’ কুয়াকাটার দক্ষিণে; ‘কপোতাক্ষ’ ও ‘কর্ণফুলী’ হিরণপয়েন্ট এবং তৎসংলগ্ন এলাকায় সন্ধান চালাচ্ছে। এ ছাড়া ‘স্বাধীনতা’ ও ‘প্রত্যয়’ জাহাজ গভীর সমুদ্রে উদ্ধার তৎপরতা পরিচালনা করছে।
নৌবাহিনীর একটি টহল বিমান ঘূর্ণিঝড় কবলিত উপকূলীয় এলাকায় নিখোঁজ জেলেদের সন্ধানে সার্বক্ষণিক টহল দিচ্ছে।
মৌসুমি নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় সাগরে মাছ ধরতে যাওয়া বেশ কিছু বাংলাদেশি ফিশিং ট্রলার ঝড়ের কবলে পড়ে এবং শতাধিক জেলে নিখোঁজ হন। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ড জাহাজ।
এর আগে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইঞ্জিন বিকল হয়ে বাংলাদেশি দুটি ফিশিং ট্রলার ‘আল্লাহর দান’ ও ‘ফরহাদ’ ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। ট্রলার দুটি থেকে গত শুক্রবার ভারতীয় কোস্টগার্ড জাহাজ মোট ৩১ জন জেলেকে উদ্ধার করে।