নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলী উপজেলার কামালপুর গ্রামের দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার এলাকার বিশিষ্ট সমাজসেবক মোঃ শফিকুল ইসলাম সাগরের সহযোগিতায় পাঠাগারের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কামালপুর গণপাঠাগার। কামালপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আরিফুল হক জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহেরসহ ৯নং ওয়ার্ডের সদস্য কমরউদ্দিন, দামপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা জাসাস-এর সভাপতি কামরুল ইসলাম, পূর্ব বড়কান্দা সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হাবীবুর রহমান সাদেক, পূর্বহাটি সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আঃ জব্বার, বেসরকারি উন্নয়ন সংগঠন ‘জীবনের আলো’র পরিচালক মোহাম্মদ আলী বাচ্চু অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই শতাধিক দুস্থ নারী-পুরষের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
নিকলীতে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : Jan 31, 2017 | Comments Off on নিকলীতে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
