নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাটে শীতলক্ষ্যায় ডুবে যাওয়া শিশু সাব্বিরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখনও নিখোঁজ রয়েছে তার মা সেতু বেগম ।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে মাহমুদনগর এলাকার শীতলক্ষ্যা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের ইনচার্জ (এসআই) আবু তাহের জানান, শিশু সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার মাকে উদ্ধারের চেষ্টা চলছে।
এর আগে বুধবার (২০ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৮টার দিকে শীতলক্ষ্যা নদীর বন্দর খেয়াঘাটে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে সেতু বেগম ও তার তিন বছরের শিশু সন্তান সাব্বির নিখোঁজ হয়।