অনলাইন ডেস্কঃ নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের আওতায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তিতে অনিয়মের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি অধিদফতরের ৫ কর্মকর্তা-কর্মচারীকে অভিযুক্ত করে আজ শুনানিতে তাদের উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছে।
অভিযুক্তদের মধ্যে অধিদফতরের পরিচালক থেকে শুরু করে অফিস সহায়ক পর্যন্ত রয়েছে। ১৮ জুন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তিতে অনিয়মের তদন্ত কার্যক্রম পরিচালনায় প্রাথমিক শুনানির জন্য ২৩ জুন (আজ) বেলা সাড়ে ১০টা নির্ধারণ করা হয়েছে।
যথাসময়ে প্রয়োজনীয় নথি, রেকর্ড ও কাগজপত্রসহ অধিদফতরের পরিচালক (শিক্ষা) জাহেরা খাতুন, উপ-পরিচালক (শিক্ষা) মোছা. শাহানার খাতুন, নার্সিং অফিসার মো. খোরশেদ আলম, উচ্চমান সহকারী এইচএম মহসিন মিয়া, অফিস সহায়ক মো. আল আমিনকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরে উপস্থিত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।