logo

নরসুন্দা প্রকল্প নিয়ে কিশোরগঞ্জে সুধী সমাবেশে তিন সচিবের জবাবদিহিতা

মো. এনামুল হক, কিশোরগঞ্জ প্রতিনিধি:

নরসুন্দা প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে কিশোরগঞ্জে নরসুন্দা নদীর বিজয় চত্বরে আজ বুধবার সন্ধ্যায় এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।
সুধী সমাবেশে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সচিব মো. আব্দুল মালেক, মহামান্য রাষ্ট্রপতি দপ্তরের সচিব সম্পদ বড়–য়া ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়। এছাড়া জেলা পরিষদ প্রশাসক, পৌরসভা মেয়র, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজনসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তৃতা কালে নরসুন্দা প্রকল্পের বিভিন্ন কাজের অনিয়ম, কোটি টাকার লুটপাট, কাজের অগ্রগতি, সমগ্র কাজের দায়-দায়িত্ব কার ওপর অর্পিত এ রকম অসংখ্য প্রশ্নের জবাব চাওয়া হয় তিন সচিবের কাছে। হোসেনপুর থেকে নীলগঞ্জ পর্যন্ত ৩২ কিঃ মিঃ নদী খনন ভবিষ্যতে নরসুন্দা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে কতটুকু সহযোগিতা করবে এ রকম আরো নানাবিধ প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়।
এসময় সুধী সমাবেশে কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজও প্রকল্পের কাজ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, নরসুন্দা প্রকল্পের কাজ কচ্ছপ গতিতে চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পের যাবতীয় কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার দাবি জানান তিনি।
পরবর্তীতে সুধী সমাবেশে সাধারণ জনগণের প্রশ্নের জবাব দেন তিন সচিব। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সচিব মো. আব্দুল মালেক সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে নরসুন্দা প্রকল্পকে সঠিক বাস্তবায়নে রূপ দেয়ার আশা ব্যক্ত করেন। তিনি বলেন, সুষ্ঠু কার্যক্রমের লক্ষ্যে এ প্রকল্পে কোন ঘাটতি থাকলে সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেয়া হবেনা। প্রয়োজনে দিন-রাত এক করে প্রকল্প সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা এক সঙ্গে কাজ করে যাবেন। তিনি আরো বলেন, কিশোরগঞ্জ থেকেই সাধারণ মানুষদের অভিযোগ নিয়ে এ ধরণের সুধী সমাবেশের আয়োজন শুরু হলো। এখন থেকে বাংলাদেশের যে সকল জায়গায় বিভিন্ন প্রকল্পের কাজ চলছে সেখানে গিয়ে সাধারণ মানুষের অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে সুষ্ঠু কাজ তরান্বিত করা হবে।
এর আগে তিন সচিব কিশোরগঞ্জ নরসুন্দা লেকসিটিসহ ভাটি অঞ্চলের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে