logo

নরসিংদী ইমপিরিয়াল কলেজের বর্ষবরণ

চৈত্রের অবসানে নতুনের বার্তা নিয়ে আমাদের জীবনে বৈশাখের আগমনি সুর বেজে উঠে। নববর্ষ মানেই নতুন আশায় উদ্দীপ্ত হওয়ার দিন। আমাদের লেখক, কবি, শিল্পীদের ছন্দ, বর্ণ, তুলি ও সুরে বাংলা নববর্ষ প্রতি বছর নতুন রূপে হাজির হয়।

বাঙালির হাজার বছরের পুরোনো কৃষ্টি-কালচারে পহেলা বৈশাখ পরিণত হয়েছে প্রাণের উৎসবে। এ দিনটিতে পুরনোর জীর্ণতা, গ্লানি-ভেদ ভুলে নতুনকে আহ্বান করে বাঙালি। সারাদেশে বিরাজ করে উৎসব মুখর পরিবেশ। এদিনে নানা আয়োজনে আপামর বাঙালি বরণ করে নেয় বাংলা নববর্ষকে।

বাঙালি সংস্কৃতির চিরায়িত রুপ ফুটে এ উৎসবের মাধ্যমে। তাইতো বাঙালির এ প্রাণের উৎসব নববর্ষকে বরণ করে নিতে নানা আয়োজন করে নরসিংদী ইমপিরিয়াল কলেজ।

মাত্র ১ বছর আগে এই প্রতিষ্ঠানটির ১৩০ জনের মতো শিক্ষার্থী বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেন। পাশাপাশি বর্ষবরণের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম, কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী চৌধুরীসহ জেলার বিশিষ্টজনরা।

Comments are closed.প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে