logo

নরসিংদীরতে বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শণ

নরসিংদী সংবাদদাতা:
কোন অনুষ্ঠানে আলোচনা সভা, সেমিনার, কিংবা কর্মশালা ও র‌্যালীই প্রধান বৈশিষ্ট লক্ষ্য করা যায়। কিন্তু সম্পূর্ণ এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসন।
৮মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। এদিবসকে লক্ষ্য করে সারা দেশেই বিভিন্ন ভাবে পালিত হয়েছে দিবসটি। এলক্ষে সভা সেমিনার, মোমবাতি প্রজ্জলন কিংবা র‌্যালীর মাধ্যমে সারা দেশে পালিত হয় দিবসটি।
কিন্তু পলাশ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে ব্যতিক্রম ধর্মী এ অনুষ্ঠানের উদ্যোক্তা হিসেবে কাজ করেছেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার।
দিবসটিকে লক্ষ্য করে পলাশ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকালে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির আলোচনা করেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
‘অধিকার’ মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান, শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা শেষে এব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের অংশ হিসেবে সকল অতিথি উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা ও স্কুলের শিক্ষার্থী মিলে বাল্য বিবাহকে লাল কার্ড ও এসো ইভটিজিং প্রতিরোধ করি বিষয়ক প্লেকার্ড প্রদর্শনের মাধ্যমে যেন একাকার হয়ে গেছেন।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিলরুবা ইয়াসমিনের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন
ঘোড়াশাল পৌরসভার মেয়র মো. শরীফুল হক শরীফ, পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলম মোল্লা, নাসিমা সুলতানা লাকি, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার দাস, পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ, পলাশ প্রেস ক্লাবের সভাপতি এস এম শফি ও মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা, ব্র্যাকের কাসফিনাজ প্রমূখ।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে