মোঃ দেলোয়ার হোসেন শরিফঃ নরসিংদীর মনোহরদী উপজেলায় নির্মানাধীণ ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাপী বেগম (৩০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মনোহরদী শোকন্দী ইউনিয়নের সুতালরীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত গোলাপী সুতারাকান্দা গ্রামের বাদল মিয়ার স্ত্রী ও ২ সন্তানেরর জননী।
স্বজনেরা জানায়, নির্মানাধীন বাড়ির দেয়ালে পূর্ব থেকেই ছিদ্র ছিলো। দেয়ালে পানি দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে সাথে সাথে মাটিতে পড়ে যান। পরে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসময় স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠে।
সচেতনতার অভাবেই এ ঘটনা ঘটেছে বলে ধারনা করছেন এলাকাবাসী।