logo

দেশে করোনায় ১০৪ চিকিৎসক আক্রান্ত

ঘটনাপ্রবাহ ডেস্কঃ

দেশে এ পর্যন্ত ১০৪ জন চিকিৎসকসহ দুই শতাধিক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সিলেটের এক বিশেষজ্ঞ চিকিৎসকের (ডা. মঈন) মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী ঢাকায়। এরপর কিশোরগঞ্জে, তারপর নারায়ণগঞ্জ ও গাজীপুর। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এ তথ্য নিশ্চিত করেছে।

বিএমএ প্রদত্ত তথ্যে দেখা গেছে, ঢাকা বিভাগের মধ্যে নরসিংদীতে ৩ জন, গাজীপুর ৭ জন, নারায়ণগঞ্জ ১৪ জন, কিশোরগঞ্জ ২১ জন, ঢাকা ৩৮ জন, মাদারীপুর ২ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম বিভাগের কুমিল্লয় দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় তিনজন, নোয়াখালীতে একজন, চাঁদপুরে একজন, লক্ষ্মীপুর একজন এবং চট্টগ্রাম জেলায় একজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।

এছাড়া ময়মনসিংহ বিভাগের মধ্যে শেরপুরের দুইজন, ময়মনসিংহ জেলায় তিনজন।

বরিশাল বিভাগের মধ্যে বরিশাল জেলায় তিনজন, রংপুর বিভাগের মধ্যে রংপুর জেলায় দুইজন, খুলনা বিভাগের মধ্যে খুলনা শহরে একজন, সিলেট বিভাগের মধ্যে সিলেট একজন করোনাভাইসারে আক্রান্ত হয়েছেন।

সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসকের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। ওই চিকিৎসক ছিলেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে সাহসী যোদ্ধা। নিজের জীবনের ঝুঁকি নিয়েও শেষ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিয়ে গেছেন আইসিইউ বিশেষজ্ঞ ডা. মঈন উদ্দিন। তিনি এলাকাবাসীর কাছে গরিবের ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন।

এ প্রসঙ্গে বিএমএ’র দফতর সম্পাদক অধ্যাপক ডা. শেখ মো. শহীদ উল্লাহ বলেন, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার ৪২ দিনের মাথায় ১০৪ চিকিৎসকসহ দুই শতাধিক স্বাস্থ্য এ রোগটিতে আক্রান্ত হয়েছেন। এভাবে চলতে থাকলে কিছুদিন পর করোনা রোগীসহ অন্যান্য রোগীদেরও চিকিৎসা দেয়ার মতো চিকিৎসক পাওয়া কঠিন হয়ে পড়বে। প্রসঙ্গত, দেশে এ পর্যন্ত ২ হাজার ৪৫৬ জন মানুষ করোনাভাইরাসের সংক্রমিত হয়েছেন। প্রতিদিন এই সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে এই ভাইরাসের সংক্রমিত হয়ে ৯১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ্ হয়েছেন ৭৫ জন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে