রাসেল মাহমুদ:
ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার সুষ্ঠু বিচার ও জড়িতদের গ্রেপ্তার দাবিতে আগামী ২৫শে এপ্রিল সারা দেশে অর্ধদিবস হরতাল ডেকেছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজীবাদবিরোধী ছাত্রঐক্য। একইসঙ্গে আগামী ২৫শে এপ্রিলের মধ্যে তনু হত্যায় জড়িতদের গ্রেপ্তার না করলে সরকার পতনের হুমকি দিয়েছে সংগঠন দুটি। আজ বেলা ১২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচী পালন শেষে এ ঘোষণা দেন প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজীবাদবিরোধী ছাত্রঐক্যের সমন্বয়ক আশরাফুল আলম সোহেল। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে সংগঠন দুটির কয়েক শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হন। তিন নেতার মাজার ও দোয়েল চত্বর এলাকায় দুদফা পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন তারা। কিন্তু ওই ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান। তবে হাইকোর্ট মাজার এলাকায় ফের তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। পরে ওইখানে বসে সমাবেশ করেন সংগঠন দুটির নেতার। ওই সমাবেশ শেষে হরতালের কর্মসূচী ঘোষণা দেন তারা।
তনু হত্যার বিচার দাবিতে ২৫শে এপ্রিল সারা দেশে অর্ধদিবস হরতাল
প্রকাশ : Apr 07, 2016 | Comments Off on তনু হত্যার বিচার দাবিতে ২৫শে এপ্রিল সারা দেশে অর্ধদিবস হরতাল