ঢেউয়ের সাথে যুদ্ধ
রেজাউল করিম সেলিম
ভাটি দেশে বাড়ি আমার
অথৈ জলরাশি ,
বর্ষাকালে পানির সুখ
সবার মুখেই হাসি।
ফুরফুরে হাওয়ায় আনন্দ বেজায়
পানি বাড়ির আঙ্গিনায়,
স্নান করা ধুয়া মাজা
সহজ হয়ে যায় ।
ভাটি দেশে বাড়ি আমার
অথৈ জলরাশি,
চলা ফেরা পারাপারে
উদলা নৌকা পানসি ।
ঢেউয়ের তালে হেলে দোলে
চলে নৌকা হেইও ,
আনন্দেতে মাঝি মাল্লা
ভাটিয়ালি গান গায়ও।
ভাটি দেশে বাড়ি আমার
অথৈ জলরাশি ,
ঢেউয়ের সাথে লড়াই করি
ঢেউয়ে ভাঙ্গে বাড়ি ।
মানব বন্ধন বাঁশের বেড়া
কচুরি পানা চাইল্যা ,
এমনি ভাবে যুদ্ধ করে
গ্রামকে করি রক্ষা ।
ভাটি দেশে বাড়ি আমার
অথৈ জলরাশি,
চতুর্দিকে ঊর্মির দোলা
মধ্যে গ্রামবাসী ।
পাল পারে সাঁতার কাটে
শিশু আনন্দ বেশি,
ডুব দেয় জল ছিটায়
লাল করে আঁখি।