হলিউডে শুক্রবার(১৫ এপ্রিল) মুক্তি পেতে যাচ্ছে জঙ্গলের বিভিন্ন ধরনের প্রাণীর সঙ্গে
মোগলির বেঁচে থাকার গল্প নিয়ে নির্মিত ছবি একই দিনে ঢাকার স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি। এতে মোগলির ভূমিকায় অভিনয় করেছে ১২ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নীল শেঠি। আর যথারীতি মোগলির সঙ্গী হিসেবে দেখা যাবে বাঘিরা, কা, কিং লুই আর বালুকে।
বিভিন্ন বন্যপ্রাণীর ভূমিকায় কণ্ঠ দিয়েছেন একঝাঁক হলিউড তারকা। বেন কিংসলে রয়েছেন বাঘিরার ভয়েসে, বালুর কণ্ঠে বিল মারে, স্কারলেট জোহানসন রয়েছেন কার ভয়েসে। এছাড়া ক্রিস্টোফার ওয়াকেনকে শোনা যাবে কিং লুই এবং শের খানের কণ্ঠ দিয়েছেন হলিউড তারকা ইদ্রিস এলবা। ছবিটি পরিচালনা করেছেন জোনাথন ফ্যাবরো।
গল্পটা আছে ঠিক আগের মতোই। যেখানে প্রতিনিয়ত মোগলিকে মারার চেষ্টায় রত শের খান। কিন্তু বারবার ব্যর্থ হয় সে। সুকৌশলে তাকে ধোঁকা দিয়ে পার পেয়ে যায় ছোট্ট মোগলি। তবে পার্থক্য এতটুকুই, অ্যানিমেশন নয়, এবার রক্ত-মাংসে গড়া মোগলি আসছে পর্দায়।