স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের কটিয়াদীতে ডেঙ্গু আক্রান্তে হয়ে নাসরিন (২০) নামে এক নারী প্রাণ হারিয়েছেন। বুধবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডেঙ্গু আক্রান্ত নাসরিন উপজেলার বনগ্রাম ইউনিয়নের দাসের গাঁও গ্রামের কাশেমের স্ত্রী। তিনি এক সন্তানের জননী।
পরিবার সূত্রে জানা গেছে, নাসরিন ঢাকা থেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে স্বজনদের সাথে ঈদ করতে এসেছিল। কিন্তু মঙ্গলবার রাতে শারীরিক অবস্থা অবনতি হলে তাকে রাত ১টা সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ৩টা সময় নাসরিন মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসরিনের স্বামী কাশেম। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন যুব মহিলা লীগের সহ-তথ্য গবেষনা সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপি।