logo

ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত মহিলার মৃত্

মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশার ঝাউশী নামক স্থানে বুধবার ভোরে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত (৪০) মহিলার মৃত্যু হয়েছে।
চল্লিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহবুব-উল-মজিদ জানান, ঝাউশী গ্রামের জনৈক ব্যক্তি সকাল ৮টার দিকে রেললাইন দিয়ে যাওয়ার সময় রেললাইনে এক মহিলার লাশ পড়ে থাকতে দেখে আমাকে জানায়। আমি তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশ ও জিআরপি পুলিশকে অবহিত করি।
মোহনগঞ্জ জিআরপি ফাড়ির ইনচার্জ জিয়াউল হকের মোবাইলে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরের দিকে ঢাকা থেকে মোহনগঞ্জগামী আন্তঃনগর ট্রেন ‘হাওর এক্সপ্রেস’ এর সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়েছে। আমরা লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছি। এখনও মহিলার পরিচয় পাওয়া যায়নি।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে