ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় নানা আয়োজনে বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামীলীগ এর আয়োজন করেন।
এ দিনটি আলোচনা সভা ও দোয়া মিলাদ ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয়। হলরুমটি বিভিন্ন রংয়ের বেলুন দিয়ে সুসজ্জিত করা হয়েছে। আওয়ামীলীগের নির্বাচনী প্রতীক নৌকার আদলে বিশাল আকারের এক কেক কেটে ৭৪তম শুভ জন্মদিন পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়অমীলীগের সহ সভাপতি মোঃ আবুল বশার বাদশা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মোঃ মহসীন নকিব। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানমসহ উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।