বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
নারায়ণগঞ্জ জেল সুপার সুভাষ কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তার বিরুদ্ধে মোট ৬৩৮টি মামলা রয়েছে। সব মামলায় জামিনে রয়েছেন তিনি।
এরআগে সোমবার (৮ জুলাই) যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেফতার ও কোনো প্রকার হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।