logo

জামিনে মুক্তি পেলেন বিএনপির নেতা সোহেল

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল জামিনে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

নারায়ণগঞ্জ জেল সুপার সুভাষ কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তার বিরুদ্ধে মোট ৬৩৮টি মামলা রয়েছে। সব মামলায় জামিনে রয়েছেন তিনি।

এরআগে সোমবার (৮ জুলাই) যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেফতার ও কোনো প্রকার হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে