logo

জামিনে ছাড়া পেলেন মরিয়ম নওয়াজ

ঘটনা প্রবাহ ডেস্ক:

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের নেতা মরিয়ম নওয়াজ বুধবার জামিনে ছাড়া পেয়েছেন। খবরে বলা হয়েছে, তার আইনজীবী প্রয়োজনীয় নির্দেশনা পূরণের পরেই লাহোর হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন।

বিস্তারিত তথ্যানুসারে, কোট নাখপাত কারা কর্তৃপক্ষ তার জামিনের নির্দেশ ইস্যু করেন। পরে সার্ভিসেস হাসপাতালে সইয়ের জন্য সেটি পাঠানো হয়েছে।

চৌধুরী সুগার মিল মামলায় সোমবার লাহোর হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছেন। তবে মরিয়ম নওয়াজের জামিন আবেদনের বিরোধিতা করেছিলেন দেশটির জাতীয় জবাবদিহিতা ব্যুরোর কৌঁসুলিরা।

সংকটাপন্ন অবস্থায় বাবা নওয়াজ শরিফকে হাসপাতালে ভর্তি করা হলে তিনি এই জামিন আবেদন করেন।

আল-আজিজিয়া মামলায় নওয়াজ শরিফকে কারাদণ্ড দেয়া হয়েছে। গত মাসে মানবিক কারণে তাকেও জামিন দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।

মরিয়ম জামিন পেয়ে দেশ থেকে পালাতে পারেন এমন আশঙ্কা প্রকাশ করা হলে আদালত তাকে পাসপোর্ট জমা দিতে বলেন।

গত ৮ আগস্ট মরিয়ম ও তার চাচাতো ভাই ইউসুফ আব্বাসকে গ্রেফতার করা হয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে