কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কুষ্টিয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবীতে কিশোরগঞ্জের কটিয়াদীতে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা
বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে।
সোমবার বিকালে কটিয়াদী সরকারি কলেজ গেইট হতে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে সমাবেশে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর ওয়াহাব আইন উদ্দিন, কটিয়াদী উপজেলা চেয়ারম্যান ডা. মোস্তাকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ ঘোষ, পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মস্তোফা, সাধারণ সম্পাদক শাহরিয়ার আহম্মেদ পাভেল, নজরুল ইসলাম ফকির, সাবেক ভিপি দুলাল বর্মণ, এনামুল হক বাবু, আনিছুর রহমান উজ্জল, আব্দুল খালেক রাজু প্রমুখ।