logo

গোবর পরিষ্কার করা যুবকের চাঁদ-মঙ্গল জয়ের গল্প

ডেস্ক রিপোর্ট:  ছেলেবেলায় পরার মতো কোনো জুতো ছিল না। শিক্ষাজীবনের অনেকটা সময় ক্লাস করেছেন গোয়াল ঘরে। সেখানে নিজ হাতে তাকে পরিষ্কার করতে হতো গোবর। সেই তিনি ভারতের মঙ্গল আর চন্দ্রাভিযানের সফলতার পেছনে রেখেছেন অবদান!

নাম তার ড. আন্নাদুরাই। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর ছোট গ্রাম কোধাবাড়িতে জন্ম।

দরিদ্রতা পড়াশোনায় তাকে দমিয়ে রাখতে পারেনি। বিজ্ঞান আর গণিত পছন্দ ছিল তার। আর ঘৃণা করতেন ইতিহাস।

বিবিসিকে বলেন, ‘আমার বাবা বলতেন যে ইতিহাস তৈরি করতে হলে ইতিহাস পড়তে হয়। তবে আমার খুব একটা ভালো লাগত না।’

তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। আর সেলাইয়ের কাজ করে কিছুটা বাড়তি উপার্জন করতেন তিনি। এক সময় তিনি ভেবেছিলেন, আন্নাদুরাই হয়তো উচ্চশিক্ষা গ্রহণের সুযোগই পাবে না।

কিন্তু হঠাৎ করেই জীবন বদলে দেয়ার মতো সুযোগ পেয়ে যান কিশোর আন্নাদুরাই। ১২ বছর বয়সে রেডিওতে গ্রামের শিক্ষার্থীদের জন্য সরকারি এক বৃত্তির খবর শুনে আবেদন করেন।

ওই বৃত্তি তার আর্থিক সংকট কাটিয়ে তাকে পাশের শহরের একটি ভালো স্কুলে ভর্তি হতে সহায়তা করে।

তিনি বলেন, ‘সেসময় আমার বাবা প্রতিমাসে ১২০ রুপি আয় করতেন। আর বৃত্তির অর্থ ছিল বছরে এক হাজার রুপি।’

জেলার সেরা আর রাজ্যে ৩৯তম মেধাবী শিক্ষার্থী হিসেবে স্কুল শেষ করেন তিনি।

যা পরবর্তীতে তাকে আরও শিক্ষার খরচ জোগাতে সহায়তা করে।

আন্নাদুরাই এরপর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। সেখান থেকে পাশ করে ১৯৮০ সালের শুরুর দিকে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা-আইএসআরও তে যোগ দেন। এরপর তার নেতৃত্বেই চাঁদে যায় ভারত। কয়েক বছর পর প্রথম দেশ হিসেবে মঙ্গলে প্রথম চেষ্টাতেই নমুনা পাঠান তারা।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে