কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কোভিড-১৯ এর বিস্তার রোধে আরোপিত কঠোর বিধি-নিষেধ প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল ।
৭ দিনের কঠোর লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন সড়কে গণসচেতনতা ও মাস্ক বিতরণ করা হয়েছে। এবং কোন যৌক্তিক কারণ ছাড়া রাস্তায় বের হওয়ায় দিতে হয়েছে জরিমানা। ১৪টি পৃথক মামলায় ১১ হাজার ৬ শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদাল।
এ সময় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমে সহায়তা করেন সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ আমজাদ হোসেন কটিয়াদী মডেল থানা পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল বলেন করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।