logo

কুলিয়ারচরে বস্তাবন্দি মক্তব শিক্ষকের লাশ উদ্ধার

মো. এনামুল হক, কিশোরগঞ্জ থেকে:

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের কোণাপাড়া এলাকার মিজান (২৮) নামে এক মক্তব শিক্ষকের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কোণাপাড়া এলাকার রাস্তার পাশ থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, মিজান কোণাপাড়ায় একটি মক্তবে শিশুদের আরবী শিক্ষা দিতেন। তার বাড়ি কিশোরগঞ্জের বৌলাই এলাকার বলে জানা গেছে।
কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) রাখাল দেবনাথ জানান, সকালে উপজেলার উছমানপুর ইউনিয়নের কোণাপাড়া এলাকার লোকজন একটি বস্তা ও একটি মটরসাইকেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা থেকে একটি মৃতদেহ ও মটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে