logo

কুলিয়ারচরে ছাত্রীকে যৌন হয়রানির মামলায় প্রধান শিক্ষককে গ্রেফতার

কুলিয়ারচর( কিশোরগঞ্জ) প্রতিনিধি

ছাত্রীকে ডেকে নিয়ে যৌন হয়রানির মামলায় মো. সেলিম মিয়া নামে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

মো. সেলিম মিয়া উপজেলার দড়িগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শুক্রবার দুপুরে নরসিংদী জেলার রায়পুরা উপজেলা থেকে তাকে গ্রেফতার করার কথা জানিয়েছেন কুলিয়ারচর থানার ওসি মো. আবদুল হাই তালুকদার।

কুলিয়ারচর থানায় রুজুকৃত মামলা ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মো. সেলিম মিয়া কুলিয়ারচর উপজেলার পূর্ব আব্দুল্লাপুর গ্রামে নিজ বাড়িতে একটি প্রাইভেট কোচিং সেন্টার চালিয়ে আসছিলেন।

১১ জুন বৃহস্পতিবার সকালে ও-ই কোচিং সেন্টারে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে পড়ানোর নামে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন প্রধান শিক্ষক সেলিম।

এ ঘটনা জানাজানি হওয়ার পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কুলিয়ারচরের আবদুল্লাহ পুর গ্রাম ও আশপাশের এলাকা।

এ লম্পট শিক্ষকের বিচার দাবিতে এলাকাবাসী ও ছাত্র সমাজ ফুঁসে ওঠে লাগাতার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করে।

এমন উত্তপ্ত পরিস্থিতিতে ১৭ জুন এ ঘটনায় মামলা নেয় কুলিয়ারচর থানা পুলিশ। এ যৌন হয়রানির শিকার ও-ই ছাত্রীর পিতা বাদি হয়ে এ মামলাটি রুজু করেন।

কুলিয়ারচর থানার ওসি মো. আবদুল হাই তালুকদার জানান, এ ঘটনায় ও-ই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে প্রধান শিক্ষক সেলিমকে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত নামা ৫/৬ জনকে আসামী করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী-২০০৩ এর ১০ তৎসহ ৫০৬ দ: বি: ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৯।

মামলার অন্যান্য আসামিরা হচ্ছেন, মোঃ নিজাম উদ্দিন মেম্বার (৫০), মোঃ কামরুল হাসান (৪৫) ও এমাদ মিয়া (৩৫)।

মামলা রুজুর পর আসামীরা আত্মগোপন করে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। আজ আগে থেকে নিয়োগকৃত সোর্সের মাধ্যমে খবর পেয়ে প্রধান আসামী প্রধান শিক্ষক সেলিম মিয়াকে গ্রেফতার করা সম্ভব হয়।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে