নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জে কোভিড-১৯ আক্রান্ত সন্দেহে পরীক্ষার জন্য পাঠানো ১৬ জনের মধ্যে ১৪ জনের নমুনা পরীক্ষা করে এদের কারো দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে আইইডিসিআর কর্তৃপক্ষ।
এরমধ্যে, আজ সোমবার দুপুর ৬জনের এবং রাতে ৮জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে।
অর্থাৎ ১৪ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি রয়েছে আরও দু’জনের নমুনা পরীক্ষা।
এদিকে, আজ আবার নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে কিশোরগঞ্জ থেকে আরও দু’জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকার মহাখালী আইইডিসিআর- এ পাঠানো হয়েছে।
আগামীকালের মধ্যে বাকি চারজনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান রাত সাড়ে নয়টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।