logo

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রকে জুতাপেটা করলো শিক্ষক

নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক ছাত্রকে জুতাপেটা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় বিদ্যালয়ের প্রভাতী শাখার ছাত্ররা কাশ বর্জন ও বিক্ষোভ মিছিল করেছে। জানাগেছে, ইংরেজী বিভাগের শিক্ষক আজিজুল কাশে প্রবেশ করার পর তোফজ্জল হোসেন নামে এক দশম শ্রেণীর ছাত্র কাগজ দিয়ে ঢিল ছুড়লে শিক্ষকের গায়ে পড়ে, এতে ওই শিক্ষক উত্তেজিত হয়ে ছাত্রকে জুতাপেটা করে। এ ছাড়াও ডে-শিফটের রিফাত নামে এক ছাত্রকেও মারার অভিযোগ করেন ছাত্ররা। বিদ্যালয়ের ছাত্ররা জানান, কিশোরগঞ্জে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক আজিজুল হক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার দুপুরে দশম শ্রেণীর ছাত্র তোফাজ্জল হোসেনকে জুতাপেটা করেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ জানান, অভিযুক্ত শিক্ষককে কাশ নিতে বারণ করা হয়েছে। এঘটনা উর্ধ¦তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এঘটনায় বিদ্যালয়ের প্রধান ফটক তালা মেরে ঘন্টাব্যাপীু ছাত্রলীগ নেতা রুবেলের নেতৃত্বে প্রভাতী শাখার ছাত্ররা কাশ বর্জন ও বিক্ষোভ মিছিল করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ী মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে