logo

কিশোরগঞ্জ প্রেসকাবে জুয়েলারী মেলা জমজমাট নারী-পুরুষ ও তরুনীদের উপচেপড়া ভীড়

নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ প্রেসকাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে জুয়েলারী মেলা জমে উঠেছে। প্রতিদিনই মেলায় নারী পুরুষ ও তরুনীদের উপচেপড়া ভীড় দেখা গেছে। জানা গেছে, সপ্তাহব্যাপী জুয়েলারী মেলায় ঢাকার নাবিলা এন্টার প্রাইজের নাবিলা জুয়েলারী পণ্যের বিপুল সমাহারের সুলভ মুল্যে লেডিস ব্যাগ কসমেটিকস ও খেলনা সামগ্রী পাওয়া যাচ্ছে। সেই সাথে এরাবিয়ান ডায়মন্ড ফিঙ্গার রিং, আমেরিকান ডায়মন্ড টপস, বোম্বাই গোল্ড প্লেটিং বেঙ্গলস, পাঞ্জাব বিউটি কুইন চেইন,পুলকি ও জারকান নেকলেস সেট, সুহাগান গোল্ড প্লেডেট ঝুমকা, মাদ্রাজ গোল্ড প্লেটেড ঝুমকা, থাই অক্সিডাইস্ড দুল, আমেরিকান ডায়মন্ড ব্রেসলেটসহ ২৩ ক্যারেট মাইক্রো গোল্ড প্লেটেড, জয়পুরী রিয়েল স্টোন,পান্না,মুঘা, এমব্রাল, জারকান জড়িত,বিয়ে ও পার্টিতে পরার আকর্ষনীয় জুয়েলারী মাত্র ৫০ টাকা থেকে সাড়ে দশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। ঢাকার নাবিলা এন্টার প্রাইজের পরিচালক আবু তাহের জানান,কিশোরগঞ্জ প্রেসকাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে গত ৫ আগষ্ট থেকে মেলাটি শুরু হয়েছে। মেলা মঙ্গলবার পর্যন্ত চলবে বলে তিনি জানান। মেলায় প্রতিদিনই বিপুল সংখ্যক দর্শনার্থী ও ক্রেতারা তাদের পছন্দনুযায়ী জুয়েলারী পণ্য ক্রয় করছেন। তিনি আরও বলেন, সৃষ্টি করেছেন যিনি রুপ দিয়েছেন তিনি। সাজিয়ে তোলার দায়িত্ব নাবিলা ওয়ার্ল্ড এর তাই দেরি না করে আজই চলে আসুন নাবিলা জুয়েলারী শপিং মেলায়। মেলায় প্রতিদিনই বিপুল সংখ্যক দর্শনাথীদের আগমনে প্রেসকাব প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে