মাসুম পাঠানঃ
২০ এপ্রিল ২০২০ কিশোরগঞ্জ জেলায় আজ সোমবার নতুন করে আরও ৪৪ জনের করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। ১৯ এপ্রিল পাঠানো ৮২জনের নমুনা পরীক্ষা করে এ ৪৪জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। কিশোরগঞ্জ জেলায় এ পর্যন্ত মোট ১৪১জনের করোনা সংক্রমণ চিহ্নিত হয়েছে। আজ সোমবার নতুন করে করোনা সংক্রমণ সনাক্তের তালিকায় জেলার তাড়াইল উপজেলায় ১০জন, মিঠামইন উপজেলায় ১৬জন, কটিয়াদী উপজেলায় ৯জন, ইটনা উপজেলায় ৬জন ও সদর উপজেরায় ৩জন রয়েছেন। কিশোরগঞ্জ জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।