logo

কিশোরগঞ্জে হিজড়া দলিত হরিজন ও বেদেদের প্রশিক্ষণশেষে সনদপত্র ও অনুদান বিতরণ

নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হিজড়া, দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০ দিনের প্রশিক্ষণ কর্মসূচি শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও অনুদান বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের  সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, সমাজসেবা কার্যালয়ের  সহকারী পরিচালক কামরুজ্জামান খান, জেলা শিক্ষা কর্মকর্তা এ কে সাজাহান, বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হুমায়ূন কবীর, জেলা সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি শায়লা আহম্মদ খান, সাংবাদিক এ কে নাছিম খান, আলম সারোয়ার টিটো, জয়কাজী লিংকন, জয় তপন প্রমুখ। পরে প্রধান অতিথি ১০০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে