মো. এনামুল হক, কিশোরগঞ্জ প্রতিনিধ:
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও তরিকত ফেডারেশনের মহাসচিব মাওলানা সদরুল আমীন রেজভী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ রাত নয়টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের নতুন জেলখানা মোড় এলাকায় তাঁকে বহনকারী মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক্টরের মুখোমুখী সংঘর্ষ হলে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এসময় মাওলানা রেজভীকে বহনকারী মাইক্রোবাসটি দুমরে-মুচরে যায় এবং সাথে সাথেই সদরুল আমীন রেজভী মারা যান। ঘটনাস্থলে উপস্থিত কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় আহত আটজনকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন রাকিবুল ইসলাম (১৮), ডা: গোলাম মোস্তফা (৪৫), রবিউল (২৫), আবু বক্কর জীবন (৫০), বোরহান উদ্দিন (৪৫), মোস্তফা (৪০), বিল্লাল (১৮) ও মাইক্রোবাস চালক কামাল উদ্দিন (৩৩)। আহতদের মধ্যে ডা: গোলাম মোস্তফা ও রাকিবুল ইসলামের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক আব্দুল ওয়াহাব বাদল।
আহত আবু বক্কর জীবন জানান, মাওলানা সদরুল আমীন রেজভী সফরসঙ্গিদের নিয়ে নেত্রকোনা জেলার ঠাকুরাকোনা সত্রশী গ্রামের নিজ বাড়ি থেকে ব্রাহ্মণবাড়িয়ায় এক ওয়াজ মাহ্ফিলে যাচ্ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
এদিকে মাওলানা ছদরুল আমীন রিজভী সড়ক দূর্ঘটনায় নিহতের খবরে তাঁর ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে আসে এবং বিপুল সংখ্যক ভক্ত হাসপাতালে জমায়েত হন।